বগুড়ায় প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ওই মণ্ডপে আলোকসজ্জার বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে এই দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2022, 02:38 PM
Updated : 5 Oct 2022, 02:38 PM

বগুড়ার শেরপুর উপজেলায় বিসর্জনের জন্য মণ্ডপ থেকে প্রতিমা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল ৫টার দিকে পৌর শহরের পূবালী সংঘ পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে বলে শেরপুর থানার পরিদর্শক আতাউর রহমান খোন্দকার জানান।

নিহত রূপম কর্মকার (৩২) উপজেলার উত্তর সাহাপাড়ার প্রয়াত রঘুনাথ কর্মকারের ছেলে।

পরিদর্শক আতাউর রহামান বলেন, ওই মণ্ডপে আলোকসজ্জার জন্য বৈদ্যুতিক তারে সম্ভবত কোথাও লিকেজ ছিল। সেই অংশের সংস্পর্শে এলে রূপম বিদ্যুতায়িত হন। পরে সেখানে উপস্থিত অন্যরা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে; অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।