ভাটার অবৈধ চিমনি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট করেছে পরিবেশ অধিদপ্তর।
Published : 14 Feb 2024, 10:46 PM
নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করে ইট প্রস্তুতের অপরাধে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক ভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ভাটার অবৈধ চিমনি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট করেছে পরিবেশ অধিদপ্তরের টিম।
বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ইকবাল হোসেনের নির্দেশে ঢাকা সদর দপ্তরের নির্বাহী হাকিম সুলতানা সালেহা সুমী এ আদালত পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার রঘুয়ার দড়িরচর এলাকার ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম তার তিনটি ভাটায় সরকার নিষিদ্ধ ড্রাম চিমনি দিয়ে ইট প্রস্তুত করছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ওই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ ছাড়া কাঁচা ইট নষ্ট এবং কিলন ও চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভাটা মালিক শহীদুল ইসলামের।