পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জাল টাকা লেনদেনের দায়ে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে পিরোজপুরের বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক এস এম নুরুল ইসলাম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম জানান।
দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন হাওলাদার (৪০) ভাণ্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৬ সালের ২৯ নভেম্বর পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা লেনদেনের সময় জাকিরকে আটক করে। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরে পুলিশ জাকিরকে আসামি করে মামলা করে। তদন্ত কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে তাকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।
নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক আসামিকে ১৪ বছরের কারাদণ্ড ছাড়াও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বলে জানান আইনজীবী।