Published : 30 Jun 2023, 01:31 PM
নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে শনিবার দুইদিনের সফরে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এই সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবল আলম।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সফরসূচী অনুযায়ী সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।”
এ সফরে প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, স্থানীয় আওয়ামী লীগের নতুন কার্যালয়ের ফলক উন্মোচন, বৃক্ষ রোপন করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোপালগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম বলেন, “প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আনন্দ কাজ করছে। প্রধানমন্ত্রীর সফর স্থানীয় নেতাকর্মীদের ঈদের আনন্দ দ্বিগুণ করেছে।”
এই সফরকে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বেলা ১১টায় সড়ক পথে গোপালগঞ্জে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ের ফলক উন্মোচন এবং তিনটি গাছের চারা রোপন করবেন তিনি।
এরপর স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। শেষে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা।
পরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা। সেখানে দোয়া-মোনাজাতে অংশ নেবেন এবং রাতে টুঙ্গিপাড়ার নিজেদের বাড়িতেই থাকবেন তিনি।
পরদিন রোববার টুঙ্গিপাড়া উপজেলার স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়ের কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে এরই মধ্যে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ধুয়ে-মুছে পরিস্কার করা হয়েছে, কমপ্লেক্সের সৌন্দর্যবর্ধন করা হয়েছে। জেলার সড়কগুলোর মোড়ে মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙানো হয়েছে নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। নির্মাণ করা হয়েছে তোরণ।