জাবি ভর্তি পরীক্ষার ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে [juniv-admission.org] ফলাফল পাওয়া যাবে।

জাহাঙ্গীর নগর বিশ্বদ্যিালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2022, 07:41 PM
Updated : 5 August 2022, 07:41 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ও বিজনেস স্টাডিজ অনুষদের ‘ই’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বুধবার ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩২০টি আসনের বিপরীতে ৮৭ হাজার ৭২৮ জন আবেদন করেন।

বৃহস্পতিবার ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৫০টি আসনের বিপরীতে ১৮ হাজার ৭২১ জন আবেদন করেন।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নূহু আলম বলেন, “এই ইউনিটে মোট ৮৭ হাজার ৭২৮ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেয় ৬৭ হাজার ৭০৭ জন। উপস্থিতির হার শতকরা ৭৭ ভাগ। বিভিন্ন কারণে ১৪০টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। মোট পাস করেছে ৪০ হাজার ৮৩ জন পরীক্ষার্থী। ছেলেদের মধ্যে ২০ হাজার ৭৮ জন ও মেয়েদের মধ্যে ১৯ হাজার ৭০৫ জন। মোট পাসের হার শতকরা ৫৯.১৬ ভাগ।”

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে [juniv-admission.org] পাওয়া যাবে।