ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে র্যাব।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পাঁচটি সোনার বারসহ এক বাসযাত্রীকে আটক করেছে বিজিবি।
রোববার সকাল ৯টার দিকে খালিশপুরে হাজী ডিলাক্স নামে একটি বাসে তল্লাশি চালিয়ে বারসহ তাকে আটক করা হয় বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক বাসযাত্রী রবিউল হোসেন (৬৮) একই উপজেলার গুড়দা গ্রামের মকসেদ আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তাসলিম তারেক জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন হাজী ডিলাক্স নামে একটি বাসে করে সোনার একটি চালান জীবননগর সীমান্তের দিকে যাচ্ছে। এ খবরে বিজিবি খালিশপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে ওই বাসে তল্লাশি চালায়।
“বাসযাত্রী রবিউলের দেহ তল্লাশি করে পাঁচটি সোনার বার পাওয়া যায়; বারগুলোর ওজন ৫৮২ দশমিক ৬৮ গ্রাম।”
বিজিবির পক্ষ মামলা দিয়ে জব্দকৃত সোনার বারসহ রবিউলকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।