কচ্ছপগুলো বিলুপ্তপ্রায় প্রজাতির।
Published : 21 Dec 2023, 09:06 AM
কুমিল্লা থেকে উদ্ধার হওয়া ৪৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার বিকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার ও জীব বৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলাম কচ্ছপগুলো উদ্যানের খালে অবমুক্ত করেন।
শারমিন আক্তার বলেন, মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম থেকে মোংলাগামী একটি বাসে অভিযান চালিয়ে কচ্ছপগুলো জব্দ করা হয়। এগুলো এক শিশু নিয়ে যাচ্ছিল। কচ্ছপগুলো বাগেরহাটের মোল্লারহাটে নেওয়ার কথা ছিল।
এখানে সুন্দি, বড় কাইচ্ছা, হলুদ কাইচ্ছা ও ধুম- এই চার জাতের কচ্ছপ আছে। শিশুটিকে পরিবারের কাছে হেফাজতে দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন বলেন, “কচ্ছপগুলো বিলুপ্তপ্রায় প্রজাতির। নোয়াখালী থেকে প্রথমে মোল্লারহাট নিয়ে যাওয়া হচ্ছিল। পরে সেগুলো ভারতে পাচার করা হত।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]