ঢাকার হাজারীবাগ এলাকা থেকে ছাত্রদলের ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 29 Mar 2024, 11:50 AM
প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় কারাগারে পাঠানো হয়েছে বরিশালের গৌরনদীর এক ছাত্রদল নেতাকে।
বুধবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাহফুজুর রহমান আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত পুলিশের নিবন্ধন শাখার কর্মকর্তা এএসআই রোজিনা আক্তার জানিয়েছেন।
মঙ্গলবার রাতে সরকারি গৌরনদী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাইফি সিকদার মিমিকে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কাইফি গৌরনদীর উত্তর বিজয়পুর গ্রামের আবুল সিকদারের ছেলে।
একই মামলায় ১৩ সেপ্টেম্বর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল সিকদারকে কারাগারে পাঠায় পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে পোস্ট দেন ছাত্রদল নেতা কাইফি।
এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আবুল সিকদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলেও ছেলে কাইফি পলাতক ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]