Published : 30 Jul 2023, 06:38 PM
প্রথমবারের মত নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করল ফেনী পৌরসভা।
রোববার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাকির হাসান, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষক, স্কুল-কলেজের ছাত্রী এবং অভিভাবকরা।
নারীদের জন্য আলাদা পরিবহনের উদ্যোগের প্রশংসা করে নিজাম উদ্দিন হাজারী বলেন, “প্রথমবারের মত পৌরসভা পর্যায়ে নারী বাস সার্ভিস চালু হয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ উদ্যোগের ফলে ফেনীতে গণপরিবহনে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।"
এই সংসদ সদস্য আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নারীর ক্ষমতায়নে কাজ করছেন সেটি মাথায় রেখেই ফেনী পৌর মেয়র এমন উদ্যোগ নিয়েছেন। নারীর মসৃণ পথচলা ও ক্ষমতায়ন বৃদ্ধিতে নারী বাস সার্ভিস ভূমিকা রাখবে।”
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, “ফেনী জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষা, চিকিৎসাসহ জীবিকার প্রয়োজনে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই শহরে। এদের মধ্যে অধিকাংশই হচ্ছেন নারী। এই নারীদের কথা চিন্তা করে ফেনী পৌরসভা উদ্যোগটি গ্রহণ করেছে।”
মেয়র আরও বলেন, “এ সেবা চালু হওয়ায় নারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। যাতায়াতে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য ভাড়া নির্ধারণ করে তা বাসে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।”
প্রথম দিন যাত্রীরা বিনা ভাড়ায় চলাচলের সুযোগ পেয়েছে বলে জানান তিনি।
বাস সার্ভিসের দায়িত্বরত পৌর কর্মকর্তা (বাজার পরিদর্শক) মো. মাসুদুল হক মজুমদার বলেন, “শুধু নারীদের জন্য চালু হওয়া সার্ভিসটি তিনটি বাস দিয়ে যাত্রা শুরু করেছে। ২৬ সিটের প্রতিটি গাড়িতে দুইজন নারী সুপারভাইজার ও চালকের সহকারী (হেলপার) নিয়োগ দেওয়া হয়েছে।
“প্রাথমিকভাবে গাড়িগুলো ফেনী শহরের মহিপাল বাস টার্মিনাল থেকে সদর হাসপাতাল রোড, লালপোল থেকে সালাহউদ্দিন মোড় পর্যন্ত যাত্রী পরিবহন করবে। জেলার কোনো নারী চালক না থাকায় বাসের চালকের আসনে থাকছে পুরুষ।”
তিনি আরও বলেন, এই বাসে সর্বনিম্ন ভাড়া ৫ ও সর্বোচ্চ ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনের সময় অন্য অনেকের সঙ্গে নারী হেলপার রিপু, মুন্নি, পিয়া, তিশারা উপস্থিত ছিলেন।
এদের মধ্যে মুন্নি বলেন, “এটা নতুন অভিজ্ঞতা। কাজটা কিছুটা কঠিন হলেও আশা করছি সফলভাবে দায়িত্ব পালন করতে পারব।”
অনুষ্ঠানে উপস্থিত কলেজছাত্রী বিবি হাফসা বলেন, “ছাগলনাইয়া উপজেলা থেকে প্রতিদিন ফেনী শহরে এসে কলেজ করতে হয়। অটোরিকশায় পুরুষদের সঙ্গে গাদাগাদি করে বসতে হয়। প্রতিদিন ১০০ টাকার ওপর ভাড়াও গুনতে হয়। পৌর মহিলা বাস সার্ভিসের মাধ্যমে কিছুটা পথ অন্তত নিরাপদে চলাচল করা যাবে। ভাড়াতেও কিছুটা ছাড় পাওয়া যাবে।”