মেয়র বলেন, পৌরসভার অর্থায়নে শহরের পুরোনো জেল রোডে ২৫ ফুট দৈর্ঘের ‘এলইডি স্কিন’ স্থাপন করা হয়েছে।
Published : 18 Dec 2022, 06:30 PM
ফেনীতে গরু জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজের আয়োজন করেছেন পৌর মেয়র।
রোববার রাতে ফাইনাল খেলা উপলক্ষে ফেনী পৌরসভা চত্বরে এ আয়োজন করেন মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
মেয়র বলেন, বিশ্বকাপ শুরুর আগে পৌরসভার অর্থায়নে শহরের পুরোনো জেল রোডে ২৫ ফুট দৈর্ঘের ‘এলইডি স্কিন’ স্থাপন করা হয়। এখানে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে পারবে ১৫ থেকে ২০ হাজার দর্শক।
আর্জেন্টিনা সমর্থক এ মেয়রের ভাষ্য, আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে গরু জবাই করে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে। দলটির সমর্থক ছাড়াও এতিম, অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা থাকবে।
আর্জেন্টিনার সমর্থক ও পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন সুমন বলেন, আমরা ফাইনাল খেলাটি বড় পর্দায় দেখব। যারা এখানে খেলা দেখতে আসবে সবাইকে খাওয়ানো হবে।
এদিকে, ফাইনাল খেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর আছে পুলিশ প্রশাসন।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ফাইনাল খেলা উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা সজাগ আছি।
“থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি থাকবে।”
ফাইনাল খেলায় যে দলই জেতে বা হারে সমর্থকদের উগ্র আচারণ করা থেকে বিরত থাকার অনুরোধ করেন পুলিশের এ কর্মকর্তা।