পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১২ বছরের কারাদণ্ড

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2022, 10:48 AM
Updated : 26 Sept 2022, 10:48 AM

পিরোজপুরের এক মাদক ব্যবসায়ীকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম নূরুল ইসলাম আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. কামাল (৩২) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রতন আলীর ছেলে।

রায় ঘোষণার সময় কামাল আদালতের কাঠগড়ায় ছিলেন না; তিনি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহরুল ইসলাম জানান, সাজারর পাশাপাশি বিচারক এ আসামিকে সাত হাজার টাকা জরিমানাও দিয়েছেন। অনাদায়ের তাকে আরও নয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৪ সালের ২৮ মে জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া স্টিমার ঘাট থেকে পুলিশ অভিযান চালিয়ে ৮০০ টি ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ কালামকে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় মামলা হয়।

তদন্ত শেষে মঠবাড়িয়া থানার এসআই সুব্রত বিশ্বাস ২০১৬ সালের ১৯ অক্টোবর কালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।