পুলিশ জানায়, আহত ভ্যান চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 17 Mar 2024, 02:15 PM
রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেঁয়াজ বোঝাই ভ্যানকে চাপা দিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়; এ সময় একজন নিহত ও ভ্যান চালক আহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাইকারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পাংশা হাইওয়ে থানার এসআই মো. হাসানুজ্জামান জানান।
নিহত মো. হজরত আলী মণ্ডল (৫৫) উপজেলার মৌরাট ইউনিয়নের কাজিয়াল পাড়া গ্রামের মৃত হাছেন মণ্ডলের ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই হাসানুজ্জামান বলেন, ভোরে পেঁয়াজ বোঝাই ব্যাটারি চালিত ভ্যান নিয়ে পাশের উপজেলার সোনাপুর বাজারের উদ্দেশে রওনা হয় কৃষক হজরত আলী।
“ভোরে পাইকারা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হজরত আলী মারা যান।”
তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আহত ভ্যান চালক মো. বাপ্পিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।