ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে মনসুর আলী মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতরা দিনরাত ক্যাম্পাসে বেপরোয়া যাতায়াত করে; ছাত্রীদের ইভটিজিং ও ক্যাম্পাসে মাদক সেবনও করে। 

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 12:31 PM
Updated : 28 May 2023, 12:31 PM

ক্যাম্পাসে বহিরাগতদের উপদ্রব রোধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানবন্ধন করেছেন।

রোববার দুপুরে মানববন্ধন শেষে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

পরে পুলিশ আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। 

এ সময় শিক্ষনবিস চিকিৎসক মোছা. ফাতেমা ও জুনায়েদসহ শিক্ষার্থীরা বলেন, বহিরাগতরা দিনরাত কলেজ ক্যাম্পাসে বেপরোয়া যাতায়াত করছে। তারা ছাত্রীদের ইভটিজিং ও ক্যাম্পাস অভ্যন্তরে মাদক সেবন করছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যেন এটা কলেজ নয় বিনোদন কেন্দ্র।

তাদের অভিযোগ, প্রতিনিয়ত বখাটে ছেলেরা ক্যাম্পাসে আসা-যাওয়া করে। তারা টিকটক তৈরি করে এবং বান্ধবীদের নিয়ে ঘোরাফেরা করে। তাদের কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাস অভ্যন্তরে বের হতে পারেন না। নিজেদের ক্যাম্পাসে তারা এখন নিরাপদ।

এ ছাড়া ক্যাম্পাসে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা সঠিক সময়ে আসেন না এবং দায়িত্ব পালন করে না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

তারা আরও অভিযোগ করেন, বিষয়টি বার বার প্রশাসনকে অবগত করলেও কোনো সুরাহা হচ্ছে না।

এ বিষয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতাতুর্ক বলেন, “বহিরাগতরা প্রায়ই ক্যাম্পাসে আসে। তারা বেপরোয়া বাইক চালিয়ে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে।

“শনিবার রাতে বাইক আরোহীদের সঙ্গে চিকিৎসকদের ঝামেলা হয়েছে। ক্যাম্পাসে নিরাপত্তাকর্মীর সংখ্যাও কম।”

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, সড়ক অবরোধ করার খবর পেয়ে সেখানে পৌঁছে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ বন্ধ ও নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে ক্যাম্পাসে ফিরে গেছেন।