“কেউ একজন ওমরকে দিয়ে এক হাজার ৫০০ টাকার বিনিময়ে কবর থেকে কঙ্কালটি চুরি করিয়েছেন।”
Published : 22 Feb 2024, 08:58 AM
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মানুষের হাড়গোড়সহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ভোররাতে উপজেলার আউশনারা ইউনিয়নের মোটের বাজার থেকে তাকে আটক হয় বলে মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান।
আটক ৩৯ বছর বয়সি ওমর আলী উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গ্রামের বাসিন্দা।
মোটের বাজারের নৈশ প্রহরী বয়েস উদ্দিন ও শাহজাহান আলী জানান, ভোর ৪টার দিকে শরীরে কাদামাখা অবস্থায় একটি ভ্যানে করে মাগন্তিনগর (উত্তর দিক) থেকে মোটেরবাজারে প্রবেশ করেন ওমর আলী। তার সঙ্গে থাকা বস্তায় কী আছে জিজ্ঞেস করা হলে ওমর কচু থাকার কথা জানান।
তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে নৈশ প্রহরীরা বস্তা খুলে মানুষের কঙ্কাল দেখতে পান। এ সময় তাদের ডাকাডাকিতে অনেকে ঘটনাস্থলে ছুটে যান। পরে ওমরকে বেঁধে রেখে থানায় খবর দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, “কেউ একজন ওমরকে দিয়ে এক হাজার ৫০০ টাকার বিনিময়ে কবর থেকে কঙ্কালটি চুরি করিয়েছেন।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার হচ্ছে বলে জানান ওসি আজিজুর।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]