মৌলভীবাজারে সড়ক ও রেলপথে নিহত ৩

শনিবার সকালে জেলার শ্রীমঙ্গলে এবং দুপুরে কমলগঞ্জে তিন প্রাণহানীর ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2023, 03:33 PM
Updated : 28 Jan 2023, 03:33 PM

মৌলভীবাজারে সড়কে গাড়ি চাপায় অটোরিকশা চালকসহ দুজন ও চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া এক তরুণীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে জেলার শ্রীমঙ্গল উপজেলায় এবং দুপুরে কমলগঞ্জে তিন প্রাণহানীর ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রাকিব।

তিনি জানান, সকাল ৯টার দিকে ঢাকা-মৌলভীবাজার সড়কের জিলাতপুর এলাকায় শ্রীমঙ্গলমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় দ্রুতগামী একটি গাড়ি। এ সময় অটোরিকশার চালক ও যাত্রী আহত হন।

পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যান উপজেলার ভুনবীরের প্রয়াত রমজান আলীর ছেলে, অটোরিকশা চালক আলী আকবর (৩৫)।

সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান একই এলাকার প্রয়াত হারিছ উদ্দিনের ছেলে অটোরিকশা যাত্রী সালেহ উদ্দিন (৪০)।

সালেহ উদ্দিনের মামা চা ব্যবসায়ী সাইফুল ইসলাম বুলবুল।

তিনি জানান, সকাল ৯টার দিকে অটোরিকশায় শ্রীমঙ্গলে নিজের ওষুধের দোকানে যাচ্ছিলেন তার ভাগ্নে। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। ঘন কুয়াশার কারণে চাপা দেওয়া গাড়িটি চেনা যায়নি। তবে স্থানীয়রা একটি ট্রাকের কথা বলছেন।

এদিকে, শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের কাছে

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত পরিচয় এক তরুণী (২০) নিহত হন বলে জানান শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি সাফিউল ইসলাম।

ট্রেনটি ছিল ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আরও জানান, ট্রেনটি ওই তরুণীকে টেনে প্রায় ৫০০ মিটার দূরে নিয়ে যায়। পরে তাকে মৃত উদ্ধার করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সোহেল রানা।

তিনি জানান, ওই তরুণীর সঙ্গে থাকা একটি ভ্যানেটি ব্যাগ, ভেঙে যাওয়া ঘড়ি ও মোবাইল ফোন পাওয়া গেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান উপ পরিদর্শক সোহেল।