শের-ই বাংলা মেডিকেল কলেজের নারী ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল এ ঘটনা ঘটে।
Published : 30 Mar 2024, 08:27 PM
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেলের তিন তলার কার্নিশে আটকে পড়া বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার বেলা ১১টার দিকে বিড়ালটি উদ্ধার করা হয় বলে জানান বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন।
বিড়াল মালিকের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই হোস্টেলের ইন্টার্ন চিকিৎসকের পোষা বিড়ালটি চার তলার জানলা দিয়ে লাফিয়ে তিন তলার কার্নিশে গিয়ে আটকা পড়ে।”
হোস্টেল থেকে বিষয়টি তাদের জানানো হয়। পরে তাদের একটি দল গিয়ে কার্নিশ থেকে বিড়ালটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেয়।