“বিএনপি আমলের লুটপাটের টাকা দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করা হচ্ছে। দেশের মধ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে।”
Published : 17 Jun 2023, 10:43 PM
শেখ হাসিনাকে পরাজিত করার মত কোনো শক্তি বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
তিনি বলেন, “বাংলাদেশের মাটিতে ভোটের মাধ্যমে যতবারই নির্বাচন হয়েছে, নৌকাই বিজয়ী হয়েছে। যদি নির্বাচন সুষ্ঠু হয়, জনগণ ভোট দিতে পারে, তাহলে শেখ হাসিনাকে পরাজিত করার মতো কোনো শক্তি দেশে নেই।”
শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে এক মতবিনিময়ে এসব কথা বলেন চিফ হুইপ।
বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে দেশের মানুষকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান চিফ হুইপ।
তিনি বলেন, “ষড়যন্ত্র ঘরের মধ্যে থেকেও হতে পারে, এলাকার মধ্যেও হতে পারে। তাদের হাতে অনেক কালো টাকা। বিএনপি আমলের লুটপাটের টাকা দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করা হচ্ছে। দেশের মধ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে।”
কালো টাকা দিয়ে গোটা বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
একই দিন চিফ হুইপ একটি মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের নতুন দুটি ভবন উদ্বোধন এবং শিবচর ডায়াবেটিক সমিতি আয়োজিত ফ্রি ক্যাম্পিংয়েও যোগ দেন।