এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নবমবারের মত ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল।
Published : 03 Dec 2022, 10:24 PM
বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
এই তিন উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞার ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
গত বৃহস্পতিবার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে সাংবাদকর্মীরা শনিবার বিষয়টি জানতে পারেন।
এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নবমবারের মত ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল। সপ্তম দফায় রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ভ্রমণের নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৪ ডিসেম্বর পর্যন্ত। এবার থানচি উপজেলাকে যুক্ত করে আবারও তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হল।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগের জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বান্দরবান সেনা রিজিয়নের পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে সাতটি উপজেলার মধ্যে শুধুমাত্র রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত ১১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হল।
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলা এবং রাঙ্গামাটির বিলাইছড়ি বড়থলি ইউনিয়ের সীমান্ত এলাকায় সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান চালছে। এ প্রেক্ষাপটে ১৮ অক্টোবর থেকে এ দুই উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করে প্রশাসন।
পরে থানচি ও আলীকদম উপজেলাকেও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়। কয়েক দফা ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর থানচি ও আলীকদম উপজেলাকে নিষেধাজ্ঞা তালিকা থেকে তুলে নেয় প্রশাসন।
প্রশাসনের দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থানচি উপজেলাকে যুক্ত করে আবারও তিন উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো হল।
আরও পড়ুন:
বম পার্টির সঙ্গে নতুন জঙ্গি দলের ‘মাসিক চুক্তির’ খবর দিল র্যাব
‘নিরাপত্তার স্বার্থে’ রুমা ও রোয়াংছড়িতে অনির্দিষ্টকালের জন্য পর্যটন বন্ধ