ভ্রমণ নিষেধাজ্ঞা: থানচি বাদ, রোয়াংছড়ি-রুমায় বহাল

এ নিয়ে সপ্তমবারের মত ওই দুই উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় প্রশাসন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2022, 02:11 PM
Updated : 16 Nov 2022, 02:11 PM

বান্দরবানের থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে; রোয়াংছড়ি ও রুমা উপজেলায় আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

বুধবার বিকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে সপ্তমবারের মত ওই দুই উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় প্রশাসন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগের জারি করা গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে সাতটি উপজেলার মধ্যে শুধু রোয়াংছড়ি এবং রুমায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। এ ছাড়া অন্য উপজেলাগুলোতে আগের মত ভ্রমণ করা যাবে।

সম্প্রতি র‌্যাবের পক্ষ থেকে ঢাকায় সংবাদ সম্মেলন করে জানানো হয়, দেশের কয়েকটি জেলা থেকে ‘নিখোঁজ তরুণরা’ নতুনভাবে গড়ে উঠা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র দলের ছত্রছায়ায় জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। এরপর থেকে রুমা, রোয়াংছড়ি এবং রাঙ্গামাটির বিলাইছড়ি বড়থলি ইউনিয়ের সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে।

এই অবস্থার মধ্যে গত ১৮ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের আসতে মানা করে দেয় উপজেলা প্রশাসন।

এর ছয় দিনের মাথায় থানচি ও আলীকদম উপজেলাকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর গত রোববার আলীকদম উপজেলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় হয়।

এবার থানচি উপজেলাকেও এ তালিকা থেকে বাদ দেওয়া হল।

আরও পড়ুন:

Also Read: এবার পর্যটকদের থানচি ও আলীকদম ভ্রমণে নিষেধাজ্ঞা

Also Read: ‘নিরাপত্তার স্বার্থে’ রুমা ও রোয়াংছড়িতে অনির্দিষ্টকালের জন্য পর্যটন বন্ধ