বাসায় কেউ না থাকার সুযোগে তিনি কলেজ ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। মেয়েটি রাজি না হওয়ায তাকে ধর্ষণের চেষ্টা করে।
Published : 03 Apr 2024, 09:49 PM
বরিশালের উজিরপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার মামলায় গৃহ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুল ইসলাম জানান, বুধবার বাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার বাবুল কুমার জয়ন্ত (৪৫) উজিরপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিল কুমারের ছেলে।
পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, জয়ন্ত কলেজ ছাত্রীর ছোট ভাইকে পড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় কলেজ ছাত্রীর মা ও ভাই ঈদের বাজার করতে যায়। ওই সময় বাসায় পড়াতে যান গৃহ শিক্ষক জয়ন্ত।
বাসায় কেউ না থাকার সুযোগে তিনি কলেজ ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। মেয়েটি রাজি না হওয়ায তাকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় বুধবার ওই ছাত্রী উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেয়।
অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে মামলা নেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।