স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “ময়মনসিংহ থেকে একদল পর্যটক ওই বাসে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন ও অপর দিক থেকে আসে পাথর বোঝাই ট্রাকটি।
Published : 08 Mar 2024, 04:47 PM
সিলেটে জাফলংমুখী পর্যটনবাহী বাসের সঙ্গে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর উমনপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম।
নিহত ৬ বছর বয়সি শিশু পরশ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সালিহর গ্রামের রাসেল আহমদের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার আখলাখ আহমদ (১৮), আব্দুর রশিদ (৫৫), মো. রাসেল (৩২), মো. রায়হান (১৯), মো. হাবিব (৩৫), উদ্দিন (৭০), মো. হাসেম (৪৪), মো. শাহিন (১৯), মো. আলী আহমদ (৩২), মো. মোস্তাকিন (১৮)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “ময়মনসিংহ থেকে একদল পর্যটক ওই বাসে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন ও অপর দিক থেকে আসে পাথর বোঝাই ট্রাকটি। ওই সড়কের উমনপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাঁধে গাড়ি দুটির। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।”
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।
ওসি তাজুল ইসলাম আরও জানান, দুর্ঘটনায় পর্যটকবাহী বাসটি দুমড়ে মুচড়ে গেছে; ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, বাস ও ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক পালিয়েছেন।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে জানিয়ে ওসি তাজুল ইসলাম বলেন, ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।