ছাদ খোলা গাড়িতে কলসিন্দুরের মেয়েদের উষ্ণ অভ্যর্থনা

বিকালে জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে তাদের সংবর্ধনা দেওয়া হবে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2022, 08:56 AM
Updated : 29 Sept 2022, 08:56 AM

সাফ জয়ী আট নারী ফুটবলার ছাদ খোলা পিকআপ ভ্যানে ময়মনসিংহ শহর ঘুরে সাধারণ মানুষের উষ্ণ অভিবাদন গ্রহণ করেছেন।

গারো পাহাড়ের পাদদেশের গ্রাম কলসিন্দুর থেকে ‘হিমালয়’ জয় করে ফেরা নারী ফুটবলারদের বরণে বর্ণিল আয়োজন করা হয়েছে ময়মনসিংহে। শহর জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

বৃহস্পতিবার ঢাকা থেকে বেলা সাড়ে ১১টার দিকে নিজ জেলা ময়মনসিংহে ফেরেন সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের আট সদস্য।

সদর উপজেলার চুরখাই সিবিএমসিবি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম তাদের বরণ করেন। এ সময় প্রায় শতাধিক মানুষ তাদের সংবর্ধনা দেয়।

কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নারী ফুটবল দলের ব্যবস্থাপক মালা রানী সরকারসহ অন্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

পরে সেখানে থেকে বেলা ১২টার দিকে সুসজ্জিত ছাদ খোলা পিকআপ ভ্যানে ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে রওনা হন সানজিদা-মারিয়ারা।

পুরো শহর ঘুরে জেলা সার্কিট হাউজে যান ফুটবলাররা। পথে সাধারণ মানুষ তাদেরকে অভিনন্দন জানান; হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন তারাও।

সাফ জয়ী এই ফুটবলারদের বিকাল ৩টার দিকে নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন, জেলা ফুটবল ফেডারেশন, জেলা ক্রীড়া সংস্থা সংবর্ধনা দেবে। সানজিদা-মারিয়ারা রাতে সার্কিট হাউজ ভবনে অবস্থান করবেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনসে তাদের সংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধনা শেষে নিজ গ্রাম ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের উদ্দেশ্যে রওনা দেবেন এ নারী ফুটবলাররা।