দুই মোটরসাইকেলের আরোহীরা বাগেরহাট থেকে শরণখোলায় ফিরছিলেন।
Published : 03 Dec 2023, 11:54 AM
বাগেরহাট সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দুইটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও দু’জন আহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম।
নিহতরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে মিজান জমাদ্দার (৩৮) এবং একই গ্রামের জাফর খানের ছেলে রাফি খান (২৫)।
আহতরা হলেন- একই উপজেলার ফয়সাল খান ও রনি শেখ।
ওসি আজিজুল বলেন, দুই মোটরসাইকেলের আরোহীরা বাগেরহাট থেকে শরণখোলায় ফিরছিলেন। সকাল ১০টা নাগাদ বাদামতলা এলাকায় দ্রুতগামী একটি বাস মোটরসাইকেল গুলোকে চাপা দেয়।
“এতে ওই দুই মোটরসাইকেলের চার আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”
বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।