কিশোরী এখন চার মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের দাবি।
বাগেরহাটের ফকিরহাটে উপজেলায় একটি গরুবোঝাই নছিমন উল্টে চালকের প্রাণ গেছে। আহত হয়েছেন দুই গরু ব্যবসায়ী।
শুক্রবার সকালে উপজেলার পাগলা শ্যামনগর এলাকার খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক শেখ আবুল হাসান জানান।
মৃত ফজর আলী শেখ (২৭) জেলার চিতলমারি উপজেলার বারাশিয়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে।
আহতরা বাবা-ছেলে বলে জানালেও তাদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক বলেন, “চিতলমারি থেকে নছিমনে করে পাঁচটি গরু নিয়ে পাশের ফকিরহাটের বেতাগা হাটে বিক্রি করতে যাচ্ছিলেন ব্যবসায়ীরা।
“পথে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।”
নছিমনে থাকা তিনটি গরুও এ সময় মারা যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।