কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ইট বোঝাই ট্রাক উল্টে দুই কিশোরী নিহত হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ই-৯ ব্লকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. কামরান হোসেন।
নিহতরা হল, উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের জি-১২ ব্লকের বাসিন্দা জিয়াবুল হকের মেয়ে কান্তা বেগম (১৪) এবং একই ক্যাম্পে জি-২ ব্লকের বাসিন্দা আব্দুস সালামের মেয়ে নুর কলিমা (১২)।
সহকারী পুলিশ সুপার কামরান বলেন, ট্রাকটিতে করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) জন্য ইট নেওয়া হচ্ছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাস্তার পাশে থাকা দুই কিশোরী চাপা পড়ে।
“পরবর্তীতে এপিবিএন সদস্যদের সহায়তায় ক্যাম্পের স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। দুই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
দুই কিশোরীর মৃতদেহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে।