টাঙ্গাইলে আগুনে পুড়ে ঘুমন্ত ব্যবসায়ীর মৃত্যু

শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ায় সার্ভিস।

টাঙ্গাইল প্রতিনিধি
Published : 6 Feb 2023, 07:31 AM
Updated : 6 Feb 2023, 07:31 AM

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দোকানে আগুন লেগে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার আইসড়া বাজারে এ অগ্নিকাণ্ড হয় বলে বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল ইসলাম জানান।

নিহত ৬০ বছর বয়সী সৈয়দ মঞ্জুরুল ইসলাম আইসড়া গ্রামের সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে। তিনি ওই বাজারে টেইলার্সের দোকান চালাতেন।

ব্যবসায়ীদের বরাতে ফুলকি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল সরকার জানান, রাত ২টার দিকে বাজারের একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন পাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চারটি দোকানের মালামাল ছাই হয়ে যায়।

তিনি বলেন, “এ সময় মঞ্জুরুল তার টেইলার্সের দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। বের হতে না পারায় সেখানেই পুড়ে মারা যান।”

ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল বলেন, তারা দোকানের ভেতরে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং সেখানেই মঞ্জুরুলের মৃত্যু হয়।”

তার দোকানে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার।

নিহতের লাশ পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।