গাইবান্ধায় প্রতিমা ভাংচুরের অভিযোগে যুবক আটক

ওসি বলেন, প্রতিমা ভাংচুরে অপর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 12:58 PM
Updated : 12 March 2023, 12:58 PM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রতিমা ভাংচুরের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। 

গত শনিবার গভীর রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পূর্ব কুমারগাড়ী গ্রামে এ ঘটনার সময় স্থানীয়রা ধাওয়া করে যুবককে আটক করে বলে পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদ রানা জানান। 

আটক আক্কাস আলী (২৭) উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী গ্রামের প্রয়াত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানান, শনিবার গভীর রাতে দুই যুবক মন্দিরে ঢুকে কালী প্রতিমা ভাংচুর করছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাদের ধাওয়া করে। অরেক যুবক পালিয়ে গেলেও আক্কাস আলীকে আটক করেন তারা। পরে আক্কাসকে পুলিশে সোপর্দ করা হয়। 

পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদ রানা জানান, এ ব্যাপারে রোববার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, প্রতিমা ভাংচুরে অপর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।