টানা এক সপ্তাহের ভারি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে বান্দরবানের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছিল। তিনদিন বান্দরবান বিচ্ছিন্ন ছিল। চারদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পাহাড়ের এই শহর। ছিল না মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট। ক্ষতি হয় ফসল ও রাস্তাঘাটের। বুধবার থেকে পানি নামতে শুরু করলেও লোকজন খুব বেশি একটা বের হতে পারেননি। বৃহস্পতিবার সকাল থেকে বান্দরবান থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। তবে তিন উপজেলা এখনও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। শেষ বিকালে এসেছে বিদ্যুৎ। জরুরি কাজে দুপুর থেকে লোকজন শহরে বের হচ্ছেন। স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে জনজীবন।
Published : 10 Aug 2023, 09:43 PM