দুই জেলায় বজ্রপাতে তিন জনের মৃত্যু

বৃহস্পতিবার বিকালে দুই জেলার আলাদা স্থানে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2022, 04:46 PM
Updated : 18 August 2022, 04:46 PM

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও এক জেলে এবং বরগুনার তালতলী উপজেলায় এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর গলাচিপায় আলাদা স্থানে দুইজন এবং বরগুনার তালতলীতে একজন মারা যান।

গলাচিপা থানার পরিদর্শক এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, বিকাল পৌনে ৪টার দিকে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। গলাচিপা পৌর শহরের শান্তিবাগ এলাকার মোস্তফা হাওলাদার (৫০) জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়া চরকাজল ইউনিয়নের জেলে মামুন প্যাদা (৩৮) নদীতে মাছ ধরে ফেরার সময় বাড়ির কাছাকাছি বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান বলে শওকত জানান।

অপরদিকে, বরগুনার তালতলীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয় বলে উপজেলার ছোটবগী ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু জানিয়েছেন।

নিহত কৃষক আবদুল লতিফ হাওলাদার (৫০) তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় কলেজছাত্র নাদিম জানান, বৃহস্পতিবার বিকালে মাঠে কাজ করছিলেন আবদুল লতিফ। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিকালেই তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।