সন্তানের মরদেহ দেখার পর বার বার মুর্ছা যাচ্ছিলেন বাবা।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি আব্দুল খালেক।
নিহত ফয়সাল হোসেন (১৯) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি পেয়ারাতলা এলাকার মা-বাবা এগ্রো ফুডের শ্রমিক ছিলেন।
ওসি আব্দুল খালেক জানান, ফয়সাল মা-বাবা এগ্রো ফুডের রাইস মিলের পুরাতন একটি বয়লার মেরামতের কাজ করছিলেন।
“হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয় এবং ফয়সাল ঘটনাস্থলেই নিহত হন।”
কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।