নাটোরে বসতঘরে আগুন, এক পরিবারের ৩ জনের মৃত্যু

নিহত গৃহবধূর স্বামী অলি প্রমানিককে গুরুতর দগ্ধ অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 05:23 PM
Updated : 7 March 2023, 05:23 PM

নাটোরে বড়াইগ্রামে বসতঘরে আগুন লেগে দুই সন্তানসহ এক গৃহবধূ নিহত হয়েছেন। ওই গৃহবধূর স্বামী গুরুতর দগ্ধ হয়েছেন। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বউপজেলার খাকসায় এই ঘটনা ঘটে বলে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ কে এম মুর্শেদ জানিয়েছেন। 

নিহতরা হলেন খাকসার মো. অলি প্রমানিকের স্ত্রী সুমা আক্তার (৩২), ১০ বছরের মেয়ে অমিয়া এবং ৬ বছরের ছেলে অমর। 

দগ্ধ অলি প্রমানিককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

স্থানীয় ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম লিটন বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে টিনের ঘরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে ‘গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে’ ঘটনাস্থলে মা ও দুই সন্তান মারা যায়।” 

গৃহবধূর স্বামী অলি প্রামানিকের অবস্থা গুরুতর বলে জানান তিনি। 

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।  

বনপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা এ কে এম মুর্শেদ। 

তাৎক্ষণিকভাবে তিনি বলেন, “মাসহ দুই সন্তানের মৃত্যুর খবর শুনেছি; উনার স্বামীকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে জেনেছি। আমি ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। ঘটনস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।”