হেলমেট না থাকায় এক মোটরসাইকেল চালককে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Published : 15 Apr 2024, 10:54 PM
শরীয়তপুর থেকে ঢাকার পথে অতিরিক্ত যাত্রী বহন ও ফিটনেস সনদ না থাকায় দুই বাস মালিককে নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে সদর উপজেলার মাঝিরহাট এলাকায় এ জরিমানা করেন শরীয়তপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল মামুন।
ঈদ ও নববর্ষের ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এ সুযোগে কিছু অসাধু বাস অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার পথে ছুটছে।
সোমবার দুপুরে মহাসড়কে দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে শরীয়তপুর সুপার সার্ভিসের দুটি বাসের একটিতে অতিরিক্ত যাত্রী ও আরেকটিতে ফিটনেস সনদ না থাকায় নয় হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া হেলমেট না থাকায় এক মোটরসাইকেল চালককে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল মামুন বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।