গরু চোর ভেবে ওই যুবককে আটক করে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে জখম করা হয় বলে জানায় পুলিশ।
Published : 20 Nov 2023, 10:28 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ধুলশুড়া ইউনিয়নের আইলকুণ্ডি চর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য।
তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আটক আসিফ (২০) ওই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি সুমন কুমার বলেন, “রোববার ৫টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে চরে ঘোরাঘুরি করতে দেখেন এলাকাবাসি। পরে তাকে গরু চোর ভেবে আটক করে আইলকুণ্ডি গ্রামের পরাণ সরকারের কাঠবাগানে নিয়ে যাওয়া হয়।
“সেখানে তাকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মাথা থেকে পা পর্যন্ত পিটিয়ে জখম করা হয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়।”
ধুলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ খান সকালে চরে এক ব্যক্তি মরদেহ পড়ে থাকার খবর পুলিশকে জানান।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি মারধরে ব্যবহৃত লাঠি ও রসি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মরদেহের পরিচয় শনাক্তসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।