ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
Published : 10 Mar 2023, 05:53 PM
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি বাগানের ২৫টি আম গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে জয়পুরহাট-হিলি সড়কের পাশে বাগজানা গ্রামে ঘটনাটি ঘটে বলে জানান পাঁচবিবি থানার এসআই জামিনুর রহমান।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে চারজনের নামে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এরা হলেন আশরাফ আলী, তার ছেলে আসলাম, নব মন্ডলের ছেলে আজাহার আলী ও ফজলুল হক।
ক্ষতিগ্রস্ত মরিয়ম আক্তার লিজা অভিযোগে বলেন, “সড়কের পাশে কেনা পাঁচ শতাংশ জমিতে আম গাছের চারা রোপন করি।
“পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে প্রতিবেশী আশরাফ আলী ও তার ছেলে আসলাম এবং নব মন্ডলের ছেলে আজাহার আলী ও ফজলুল হক মিলে ২৫টি গাছের চারা কেটে ফেলে।”
বিষয়টি জানতে আসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমরা কেন গাছ কাটব?”
অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই জামিনুর রহমান।