পণ্য ভেদে একেকটিতে ১০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
Published : 19 Dec 2022, 06:24 PM
টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বল্প দামে একদিনের হাট বসিয়ে পণ্য বিক্রি করেছে দুটি সংগঠন।
‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ ও ‘বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন’ যৌথ উদ্যোগে সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরের হাজরাঘাট বস্তিতে এই হাট বসায়।
এজন্য পণ্য ভেদে একেকটিতে ১০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকরা জানান, এই বাজারে এক কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি বেগুন, এক কেজি মূলা, এক কেজি সিম, আধা কেজি পেঁয়াজ, এক কেজি ফুল কপি, এক কেজি মিষ্টি কুমড়া, এক কেজি লাল শাক, এক কেজি পালন শাক, তিনটি শিং মাছ – প্রতিটি পণ্য বিক্রি হয়েছে ১০ টাকা করে।
এ ছাড়া কেউ তিনটি পণ্য ত্রিশ টাকা দিয়ে কিনলে কাঁচা মরিচ ফ্রি দেওয়া হয়েছে।
আবার এই ক্রেতাদের মাঝে লটারি করে ২০ জনকে একটি করে এক কেজি ওজনের ব্রয়লার মুরগি দেওয়া হয়েছে ১০ টাকার বিনিময়ে।
স্থানীয় বাসিন্দা রোমেছা বেগম বলেন, “ইতিপূর্বে আমাদের এখানে এমন কোনো বাজার বসেনি। ৭০/৮০ টাকার কপি, লাল ও পালন শাক, এবং মিষ্টি কুমড়া আমি ৩০ টাকা দিয়ে কিনতে পেরেছি। প্রতিটি সবজি বর্তমান বাজারের তুলনায় অর্ধেকেরও কম দামে কিনতে পেরে আমি খুব খুশি।”
সপ্তম শ্রেণির ছাত্র সজল মিয়া বলেন, “১০ টাকার বাজার থেকে ডাল কিনেছি, কপি কিনেছি, পালন শাক কিনেছি। সাথে কাঁচা মরিচ ফ্রি পেয়েছি।”
মমতা বেগম বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন।
তিনি বলেন, “বাজারে অনেক সবজি পাওয়া যায়, কিন্তু দাম বেশি হওয়ায় আমরা কিনতে পারি না। ১০ টাকার বিনিময়ে আমাদের সবজি দিয়ে আমাদের অনেক উপকার করল। এতে আমার সময় ও টাকা বেচে গেছে। এ রকম বাজার মাঝে মাঝে বসলে আমাদের জন্য অনেক উপকার হয়।”
শিশুদের জন্য ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ইসরাত জাহান ও রাফি আক্তার কথা বলেন, ইতিপূর্বে তারা কখনও ১০ টাকার বাজার দেখেননি। তাদের ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রথম ১০ টাকার বাজার দেখলেন। এখানে যেকোনো পণ্য ১০ টাকার বিনিময়ে পাওয়া যায়। তিনটি শিং মাছও ১০ টাকায় বিক্রি করা হয়। পছন্দ অনুযায়ী তিনটি পণ্য কিনলে মরিচ ফ্রি দেওয়া হয়।
রাফি আক্তার বলেন, “ক্রেতাদের মধ্যে লটারির মাধ্যমে ২০ জনকে মুরগি দেওয়া হয়েছে। এ রকম কাজে সহযোগিতা করতে পেরে আমরা খুবই খুশি।”
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন, সুবিধা বঞ্চিতদের কথা চিন্তা করে ন্যূনতম মূল্য ১০ টাকা নির্ধারণ করে সবজি ও মাছ মাংস দেড় শতাধিক মানুষের মাঝে বিক্রি করা হয়েছে।
“ক্রেতাদের পছন্দ অনুযায়ী আমরা পণ্য বিক্রি করার চেষ্টা করেছি। ক্রেতারা আত্মতৃপ্তি অনুযায়ী বাজার করেছে। আমাদের পণ্যভেদে ১০ থেকে ১২০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হয়েছে।”
তিনি আরও বলেন, এই বাজার থেকে আমরা ধারণা নিলাম কোন কোন পণ্যের চাহিদা বেশি। এমন উদ্যোগ আমাদের আগামীতেও থাকবে।”
টাঙ্গাইল জেলার বাইরে বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এমন বাজার করা হবে এবং সমাজে যারা বিত্তবান আছেন তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।