পরিবারের বরাত দিয়ে এসআই আকবর জানান, জয় চন্দ্র রায় দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, তার চিকিৎসা চলছিল।
Published : 16 Apr 2024, 06:22 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন এক যুবক।
মঙ্গলবার সকালে কালিহাতীর রাজাবাড়ী এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন বলে টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান।
নিহত ২৩ বছর বয়সী যুবক জয় চন্দ্র রায় উপজেলার এলেঙ্গা কলেজ পাড়া এলাকার উজ্জ্বল চন্দ্র রায়ের ছেলে।
পরিবারের বরাত দিয়ে এসআই আকবর জানান, জয় চন্দ্র রায় দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার সকালে জয় সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান।
“পরে রেললাইনে হাঁটার সময় ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন জয়। দুর্ঘটনায় তার মাথা ও হাত-পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।”
এসআই আলী আকবর জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।