র্যাব জানায়, শিশুটি এখন সাত মাসের অন্তঃসত্ত্বা।
Published : 26 Aug 2023, 05:46 PM
নাটোরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার বেলা ১১টায় র্যাব-৫ এর কমান্ডিং অফিসার রিয়াজ শাহরিয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, “শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৫ ও ১০ এর সদস্যরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঙ্গা থেকে আসামিকে গ্রেপ্তার করে।”
গ্রেপ্তার জাহিদুল ইসলাম (৫৫) গুরুদাসপুর উপজেলার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, গত বছরের ১৮ নভেম্বর বাড়িতে শিশুটিকে একা পেয়ে আসামি ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকিও দেওয়া হয় শিশুটিকে। কিন্তু শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবার সেটি জানতে পারে।
“তখন এলাকায় এ নিয়ে সালিশ হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এর মধ্যেই আসামি এলাকা ছেড়ে পালিয়ে যান। চলতি বছরের ১৮ জুন পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
র্যাব জানায়, শিশুটি এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। আসামিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হবে।