কীর্তনখোলায় লঞ্চের পাখায় কাটা পড়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

দুই দিন আগে বরিশাল নৌ-বন্দরের পন্টুনে লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে ওই জেলে নিখোঁজ হন বলে জানায় পুলিশ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2024, 12:51 PM
Updated : 20 March 2024, 12:51 PM

বরিশালে কীর্তনখোলা নদীতে লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার দুই দিন পর বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নৌ-বন্দরের পন্টুন সংলগ্ন নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল জলিল।

নিহত জেলে আবেদ আলী (৩০) নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর চরের বাসিন্দা বেদে সর্দার সোহরাব সর্দারের ছেলে।

ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নৌ-বন্দরের পন্টুনে এমভি পারাবাত-১১ লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে নদীতে নেমে নিখোঁজ হন আবেদ আলী।

ঘটনার পরপর ওই জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়। শরীরের অন্য অংশ উদ্ধারে নদীতে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তারা উদ্ধার করতে পারেননি। ঘটনার দুদিন পর লাশ ভেসে উঠে। লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আবেদের স্ত্রী রুমা বলেন, “ঘটনার দিন আবেদ তার ভাগ্নে ইয়াসিনকে নিয়ে কীর্তনখোলা নদীর নৌ-বন্দর এলাকায় জাল ফেলেন। স্রোতের টানে জাল লঞ্চের ইঞ্জিনের পাখায় আটকে যায়।

“পরে লঞ্চের পেছনে থাকা এক কর্মচারীকে বলে পাখা থেকে জাল ছাড়াতে নদীতে নামেন আবেদ। এ সময় লঞ্চের ইঞ্জিন চালু করা হয়। তখন অন্য কর্মচারীদের ইঞ্জিন বন্ধ করতে বলা হলেও তারা বলেন, ‘তাদের করার কিছু নাই’।”

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি জলিল।