সরারচর স্টেশনে পয়েন্ট পরিবর্তন করার সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।
Published : 06 Aug 2023, 04:49 PM
ঢাকা থেকে কিশোরগঞ্জ গামী একটি ট্রেন সরারচর স্টেশন অতিক্রম করার সময় বগি লাইনচ্যুত হয়; ফলে কিশোরগঞ্জ-ভৈরব লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার দুপুর ২টার দিকে স্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয় বলে কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান।
তিনি বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর ২টার দিকে সরারচর স্টেশন অতিক্রম সময় বগি লাইনচ্যুত হয়।
কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার বলেন, “এ দুর্ঘটনার কারণে দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর গোধুলী ট্রেনটিও সরারচর স্টেশনে আটকা পড়েছে।”
তিনি বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন এরইমধ্যে রওনা দিয়েছে।
লাইনচ্যুত বগি উদ্ধার করার পর এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশন মাস্টার।