২৫০ বস্তা আলু তিনি চট্টগ্রামের আড়তদার কামরুলের কাছে বিক্রি করেন ৩৭ টাকা কেজি দরে।
Published : 10 Jan 2024, 01:15 PM
মুন্সীগঞ্জে হিমাগারে সংরক্ষণ করা আলু বেশি দামে বিক্রির অভিযোগে এক মজুতদারকে আটক করে পুলিশে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে সদর উপজেলার মুক্তারপুরের রিভার ভিউ হিমাগারে এ অভিযান চালানো হয় বলে জানান জেলা পুলিশ সুপার (এসপি) আসলাম খান।
আটক রশরাজ সরকার (৬০) মুন্সীগঞ্জ শহরের নয়াপাড়া এলকার বাসিন্দা।
পুলিশ সুপার বলেন, ৫০ কেজির ১০ হাজার বস্তা আলু ওই হিমাগারে সংরক্ষণ করেছেন রশরাজ। এর মধ্যে ২৫০ বস্তা আলু তিনি চট্টগ্রামের আড়তদার কামরুলের কাছে বিক্রি করেন ৩৭ টাকা কেজি দরে। কোনো পাকা রসিদ ছাড়াই ফোনে এই আলুর দর নির্ধারণ করেন করে দেন তিনি।
তিনি আরও বলেন, এ সময় ওই হিমাগারটিতে পরিদর্শনে আসেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিক কামরুলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে ঘটনা নিশ্চিত হন ওই মহাপরিচালক।
এসপি বলেন, এ সময় সরকার নির্ধারিত পাইকারি ২৭ টাকা কেজি দরের চেয়ে ১০ টাকা বেশি দরে আলু বিক্রির কথা স্বীকার করেন রশরাজ ।
মজুদদারি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]