জামালপুরে গরু চুরি করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে খালের পানিতে ডুবে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মারা গেছে। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার রাত আড়াইটার দিকে মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক।
স্থানীয়দের বরাতে ওসি মাহবুবুল হক জানান, রাতে ট্রাক নিয়ে গরু চুরি করে পালানোর সময় গ্রামের লোকজন ধাওয়া করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। আহত হন ট্রাক চালক।
“এ সময় অজ্ঞাত এক চোর (৪৫) ট্রাক থেকে নেমে দৌড়ে একটি বাড়ির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। ওই বাড়ির ভেতরে থাকা মুরগির খোয়াড়ের চালের টিনের আঘাতে তার হাঁটুর নিচে মাংস কেটে যায়। এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়।
“এরপর তিনি বাড়ির পাশে খালের পানিতে লাফ দিলে সেখানেই ডুবে মারা যান।”
খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ এবং আহত ট্রাক চালক মুকুলকে উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ট্রাক চালক মুকুল (৪০) রাজশাহীর তানোর উপজেলার নবনব গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি ময়মনসিংহের ভালুকায় বাসা ভাড়া করে থাকতেন।
পুলিশ চুরির কাজে ব্যবহৃত ট্রাক ও দুটি গরু উদ্ধার করেছে বলেও জানান ওসি।