২০২০ সালে চেক ডিজঅনারের মামলায় আশরাফুলকে এক বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন আদালত।
Published : 25 Aug 2023, 07:04 PM
মাগুরা জেলা কারাগারে চেক ডিজঅনারের মামলায় এক বছর সাজা পাওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে মাগুরা জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা জানান।
মৃত আশরাফুল মোল্যা (৫০) সদর উপজেলার নড়িহাটি গ্রামের বদরুদ্দিন মোল্যার ছেলে।
আশরাফুলের স্ত্রী হেলেনা বেগম জানান, ২০২০ সালের চেক ডিজঅনারের মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি আশরাফুলকে এক বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন আদালত। রায়ের পর থেকে তিনি মাগুরা জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। তবে আগে থেকেই আশরাফুল নানা অসুখে ভুগছিলেন।
কারাগারে যাওয়ার পর গত ২৮ এপ্রিল গুরুতর অসুস্থ হলে আশরাফুলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৪ মে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
জেলার নুর মোহাম্মদ বলেন, আশরাফুল কারাগারে প্রবেশের পর থেকে প্রায়শ অসুস্থ থাকতেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।