উদ্ধার করা সোনার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
Published : 18 Jul 2023, 02:30 PM
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। তবে ‘পাচারকারীরা’ মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার ভোরে দৌলতপুর গ্রামের চারা বটতলা এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।
এই বিজিবি কর্মকর্তা জানান, সোনা পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় বিজিবির একটি টহলদল অবস্থান নেয়।
“এ সময় একটি মোটরসাইকেলে সন্দেহভাজন দু’জনকে আসতে দেখে বিজিবির টহলদল থামার নির্দেশ দেয়। কিন্তু তারা কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
“পরে মোটরসাইকেল তল্লাশি করে একটি গামছায় মোড়ানো অবস্থায় ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন তিন কেজি ৪৯৮ গ্রাম এবং বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।”
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।