পুরুষ হাতিটি প্রায় ৭০ বছর বয়স্ক।
Published : 30 Mar 2024, 07:50 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড় থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার পাহাড়ে মৃত হাতিটির দেখা মেলে বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম।
তিনি জানান, বনবিভাগের কর্মীরা বাগান পরিদর্শনে গিয়ে হাতির মরদেহ দেখতে পায়। পরে বনবিভাগের বিশেষজ্ঞ লোকজন সেখানে যান। যে হাতিটির মরদেহ পাওয়া গেছে তা পুরুষ এবং প্রায় ৭০ বছর বয়স্ক।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়স্ক হওয়ায় বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তারপরও ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করে হাতিটি মাটিতে পুঁতে দেওয়ার প্রক্রিয়া চলছে।”
এ ব্যাপারে টেকনাফ থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হবে জানিয়ে বন কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর মূল কারণ জানা যাবে।