ইউএনও বলেন, “ঘূর্ণিঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি আমরা শনিবার দুপুরে জানতে পেরেছি।”
Published : 18 Nov 2023, 08:33 PM
ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে কুমিল্লার লালমাই উপজেলায় ঘরের উপর গাছ পড়ে দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে ঝড়ে মোট নয়জনের প্রাণ গেল।
শুক্রবার রাত ১০টা এবং ৩টার দিকে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোরা গ্রামে পৃথক দুটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাস জানান।
নিহতরা হলেন- ধানোরা গ্রামের যুক্তিখোলা এলাকার বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে মো. ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ির রমিজ উদ্দিনের স্ত্রী মোসা. আনোয়ারা বেগম (৭০)।
শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় মিধিলি উপকূলের স্থলভাগে আঘাত করে। কিন্তু আগের দিন রাত থেকেই উপকূলীয় এলাকায় বর্ষণ হচ্ছিল। প্রবল বৃষ্টিতে বাড়ির দেয়াল ধসে কক্সবাজারের টেকনাফে একই পরিবারের চারজন, চট্টগ্রামের সন্দ্বীপ, মিরসরাই এবং টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল পড়ে তিনজনের মৃত্যু হয়।
এর মধ্যে কুমিল্লায় আরও দুজনের মৃত্যুর খবর এল।
ইউএনও বলেন, “ঘূর্ণিঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি আমরা শনিবার দুপুরে জানতে পেরেছি। দুই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড়ে আকাশমনি ও কাঁঠাল গাছ উপড়ে দুইজনের ঘরের টিনের চালের উপর পড়ে। এতে গাছচাপায় ঘুমিয়ে থাকা দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গাছ সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লেয়াকত হোসেন গাজী বলেন, “গাছ পড়ে ধানোরা গ্রামের এক নারী ও এক পুরুষের ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এরই মধ্যে তাদের দাফন সম্পন্ন হয়েছে।”