প্রতিবন্ধী শিশু ‘ধর্ষণ’: মেহেরপুরে একজনের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2023, 08:28 AM
Updated : 20 Feb 2023, 08:28 AM

মেহেরপুরে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক তৌহিদুল ইসলাম ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত খোকন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুলের ছেলে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম আসাদুজ্জামান জানান, যাবজ্জীবনের পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি মেহেরপুর সদর উপজেলার মোনাখালী গ্রামের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে খোকন। পরে মেয়েটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেন।

রায়ে আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করে ক্ষতিপূরণ বাবদ মেয়েটিকে পাঁচ লাখ টাকা পরিশোধেরও নির্দেশ দিয়েছেন বিচারক।