গাজীপুরে পুড়ে গেছে ঝুটের ৮ গুদাম

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীদের চেষ্টায় চার ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 04:33 AM
Updated : 20 May 2023, 04:33 AM

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ঝুটের আটটি গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে কোনাবাড়ির কাশিমপুর কারাগার রোডের পাশে এস আলমের মাঠে থাকা জুটের গুদামে এই আগুন লাগে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত পৌনে একটার দিকে এস আলমের মাঠে থাকা জুটের গুদামে অগ্নিকাণ্ডের খবর আসে। আগুন মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা আটটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি, কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি এবং সারাবো মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ইউনিটসহ মোট ৭টি ইউনিটের কর্মীরা পর্যায়ক্রমে আগুন নেভানোর কাজে যোগ দেন।

“দীর্ঘক্ষণ চেষ্টার পর শনিবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরেফিন আরও জানান, আগুনে ঝুটের আটটি গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।