বেনাপোল সীমান্ত থেকে আড়াই কেজি সোনা উদ্ধার, ২ যুবক গ্রেপ্তার

উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানায় বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2023, 04:22 PM
Updated : 10 May 2023, 04:22 PM

যশোরের শার্শা উপজেলার সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের ৯টি সোনার বারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বুধবার দুপুরে বেনাপোল গোগা সড়কের পাঁচ ভুলোট সীমান্তে অভিযান চালানো হয় বলে জানান খুলনা বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান। 

গ্রেপ্তার আমজাদ হোসেন (৩৪) নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং বাবলুর রহমান (৩৬) যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে।

ব্যাটালিয়ন অধিনায়ক তানভীর রহমান বলেন, “পাঁচ ভুলোট সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার হওয়ার খবর পেয়ে বিজিবি নজরদারি বৃদ্ধি করে।

“এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিজিবি ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে।”

তিনি আরও বলেন, “পরে তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯টি সোনার বার উদ্ধার করা হয়। এই সোনার ওজন দুই কেজি ৩০০ গ্রাম; যার বাজার মূল্য এক কোটি ৯৪ লাখ টাকা।"

তাদের নামে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে এবং সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।