২০১৪ সালের ১৬ জুন পূর্ব কান্দারগাঁও গ্রামের বালু ব্যবসায়ী সাধন মিয়ার লাশ উদ্ধার করা হয়।
Published : 03 Mar 2024, 07:13 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যুবককে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে একজনকে।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান৷
রায়ে উপজেলার পূর্ব কান্দারগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. শামীম (৪৬) এবং আব্দুল মান্নানের ছেলে আল-আমিনকে (৩৫) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷
এ ছাড়া একই গ্রামের জজ মিয়ার ছেলে রাসেলকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে৷
মামলার নথির বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) শামীম হোসাইন বলেন, ২০১৪ সালের ১৫ জুন বিকালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন পূর্ব কান্দারগাঁও গ্রামের ফজল বেপারীর ২২ বছর বয়সী ছেলে সাধন মিয়া৷ তিনি বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন৷
পরদিন সকালে মাথাবিচ্ছিন্ন অবস্থায় তার মরদেহ পাশের গ্রাম ভুরভুরিয়া থেকে উদ্ধার করে পুলিশ৷
এ ঘটনায় নিহতের মা জয়তুন নেসা বাদী হয়ে ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন৷ পুলিশ তদন্ত শেষে চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়৷
মামলার বিচার চলাকালীন মোহাম্মদ আলী নামে এক আসামি খুন হন৷ মামলায় মোট ১৯ জন সাক্ষী দিয়েছেন।
আইনজীবী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।