সাত লাখ টাকা অগ্রিম পরিশোধ করলে ২০১৪ সালের ১ জুলাই রানা সাইবুরকে লিবিয়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে যান।
Published : 14 Feb 2024, 09:44 PM
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মানব পাচার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার মেহেরপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. তহিদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম আছাদুজ্জামান জানান।
দণ্ডিত মাসুদ রানা যশোরে অভয়নগর উপজেলার ধপোদী নতুনবাজার এলাকার বাসিন্দা। মাসুদ রানা জামিন নিয়ে পলাতক রয়েছেন।
পিপি বলেন, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বৃদ্ধ আকবর আলী মীর তার ছেলে সাইবুর রহমানকে লিবিয়া পাঠানোর জন্য মাসুদ রানা সঙ্গে ১০ লাখ টাকার চুক্তি করেন।
এর মধ্যে সাত লাখ টাকা অগ্রিম পরিশোধ করলে ২০১৪ সালের ১ জুলাই রানা সাইবুরকে লিবিয়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে যান। ঢাকা যাওয়া পর্যন্ত সাইবুরের সঙ্গে যোগাযোগ হলেও তারপর ছেলের আর খোঁজ পাননি আকবর আলী।
এরপর তিনি বাদী হয়ে থানায় মামলা করেন। পরে আদালত মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ২০১২ এর ৬(২) ধারায় এ রায় দেয়।
রায়ে আদালত আসামি মাসুদ রানাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সঙ্গে ১৪ লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]